মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং এর সাথে উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, জন প্রতিনিধি, মুক্তিযোদ্বা, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৬ নভেম্বর ২৩ ইং উপজেলা হল রুমে এ মতবিনিময় সভার আয়োজন করে বরুড়া উপজেলা প্রশাসন।
নব যোগদানকৃত নির্বাহী অফিসার নু এমং মারমা মং উপস্থিত সকলের কাছে সহোযোগিতা চেয়ে বলেন, বরুড়া উপজেলা কে তুলে ধরতে সকলে আমরা মিলেমিশে কাজ করতে হবে। এখন আমি নির্বাচন কমিশনের আওতায় আছি। সেখান থেকে যে নির্দেশনা আসবে সেটা আমাদের কে বাস্তবায়ন করতে হবে। সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বাজারের যানজট নিরসনের উদ্যেগ নেব।পর্যায়ক্রমে সকল কমিউনিটির সাথে পৃথক মতবিনিময় সভা করবো। মতবিনিময় সভায় অনেকে বক্তব্য রাখেন।