মো.শাহাদত হোসেন, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে সলঙ্গায় সাড়ে ৬৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক ও একটি ট্রাক জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২।
শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় সংবাদ সম্মেলনে র্যাব জানান, র্যাব-১২ সিরাজগঞ্জ সদরের কোম্পানি কমান্ডার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, চট্টগ্রাম হতে নওগাঁগামী ১টি ট্রাকযোগে ১জন ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন করে সিরাজগঞ্জের দিকে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ১২’র স্পেশাল কোম্পানির একটি দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুড়কা বেলতলা মেসার্স সমবায় ড্রাইভার ফিলিং ষ্টেশন এর সামনে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়।
চেকপোষ্ট চলাকালিন উপরোক্ত স্থানে ১টি লবণ ভর্তি ট্রাক আসতে দেখে ট্রাকটি সংকেত দিয়ে থামানো হয় এবং ঘটনাস্থলে নওগাঁ জেলার পত্নীতলা থানার পাটিচড়া গ্রামের মো.আফিজ উদ্দিনের ছেলে মো.আবু হোসেন (৪৫)কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে ট্রাকের পেছনে ২টি প্লাস্টিকের বস্তায় গাঁজা লুকানো আছে।
এছাড়াও তাদের সাথে থাকা ২টি মোবাইল ফোন ৪টি সিম কার্ড এবং নগদ ২৩,৬০০ টাকাসহ ১টি ট্রাক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে বড় বড় চালান সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় ট্রাকযোগে ও মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা বেচা-কেনা করে আসছিল।
আটককৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মামলা প্রক্রিয়াধীন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-১২’র স্কোয়াড্রন লীডারমোহাম্মদ ইলিয়াস খান।