মুনতাসীর মামুন
চট্টগ্রামের কর্ণফুলী যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শওকত র্যাবের হাতে গ্রেফতার হয়েছন।
গত ৩১ অক্টোবর হতে গত ০১ নভেম্বর ২০২৩ইং তারিখ পর্যন্ত ০৩ দিনের বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং জামায়াত কর্তৃক ঘোষিত অবরোধ কর্মসূচী সফল করার উদ্দেশ্যে বিএনপি-জামায়াতে এর নেতা কর্মীরা সারাদেশে নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করে। তারই অংশ হিসেবে গত ০১ নভেম্বর ২০২৩ইং তারিখে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের ভেল্লাপাড়া ব্রীজ এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সমবেত হয়ে ঝটিকা মিছিল, সরকার বিরোধী বিভিন্ন ধরণের লাঠি-সোঠা, লোহার রড ইত্যাদি নিয়ে রাস্তায় চলাচলরত যানবাহনে বাধা সৃষ্টি, সাধারণ জনগণের জনমনে ভয়-ভীতির উদ্দেশ্যে নাশকতা, ষড়যন্ত্র ও অন্তর্ঘাতমূলক কর্মকান্ড পরিচালনা করছে। এসময় দুস্কৃতিকারীরা একে-অপরের সহায়তায় তাদের হাতে থাকা লাঠিসোটা ও লোহার রড দিয়ে পটিয়াগামী একটি বাস ভাংচুর করে অগ্নিসংযোগ করে। উক্ত ঘটনায় চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানায় ২৮ জন নামীয় এবং অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামি করে একটি নাশকতার মামলা রুজু হয়। যার মামলা নং-০৩(১১)২৩, ধারা- ১৯৭৪ সনের বিশষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি। র্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গত ১৯ নভেম্বর ২০২৩ইং তারিখ চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি কর্ণফুলী যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শওকত (৩৫), পিতা- মনু মাঝি, সাং-শিকলবাহা, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, অবরোধ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে মহাসড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, অগ্নি সংযোগসহ নাশকতাকারীদের অর্থের যোগানদাতা ও সমন্বয়কারী হিসেবে কাজ করে আসছে। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।