চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুনব্রীজ গোলচত্তরস্থ থেকে ৩১২০পিস ইয়াবা-ট্যাবলেট ও ১টি যাত্রবাহী বাসের টিকেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানা পুলিশ সমবার (২০ নভেম্বর) ঘটানা স্থান থেকে গতকাল রোববার রাত দুই ঘটিকার সময় বাকলিয়া থানাধীন নতুনব্রীজ গোলচত্তরস্থ দক্ষিন দিকে ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর হইতে ২জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন,গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ সোলায়মান খান( প্রকাশ নাহিদ(৩২), আজিজুল ইসলাম (প্রকাশ মিলন (২২) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন জানান, কক্সবাজার থেকে ক্রয় করে চট্টগ্রাম হইয়া নারায়ণগঞ্জ উদেশ্য রাওনা মুখি,ডিউটিরত পুলিশ সদস্যগণ নতুন ব্রিজ এলাকা তাদের দেখে সন্দেহ যাগে, সন্দেহের ভিত্তিতে তাদেরকে চেক করা হয়। চেক করে তাদের কাছ থেকে ইয়বা পাওয়া যায়। তাৎক্ষণিক তাদের গ্রেপ্তার করা হয়। পরে আজ সমবার তাদের।আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।