ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পলাশবাড়ীতে অবৈধভাবে রাস্তার গাছ কর্তন, গাছ খেকো কামাল ও আরিফ কারাগারে Logo শেরপুর সদর -১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম Logo ‘এক বিশ্ব, এক পরিবার’ শীর্ষক সুন্দর দৃষ্টিভঙ্গি, ‘বেল্ট অ্যান্ড রোড’ Logo চীনের বক্স অফিস আয়ের ঐতিহাসিক রেকর্ড Logo ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সহযোগিতা ক্ষতিগ্রস্ত করবে Logo ২০২৪ সালে চীনের পরিষেবা শিল্প দ্রুত উন্নয়ন হয়েছে Logo গুলশানে স্পা বাণিজ্যের জোরালো সিন্ডিকেট বিশেষ প্রতিনিধি Logo গাইবান্ধার সাঘাটা উপজেলায় ফ্রিল্যান্সার সামিট উদ্বোধন Logo পলাশবাড়ীতে অবৈধভাবে রাস্তার গাছ কর্তনের অভিযোগে দুই যুবক কারাগারে Logo খুলনায় পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসীসহ আটক-৪

ফেনীতে মৎস্য কর্মকর্তার গাড়ি ভাঙচুর, ইউএনও অফিস ঘেরাও

মোঃ শরিফুল ইসলাম রাজু, ফেনী

ফেনীর সোনাগাজীতে মৎস্য কর্মকর্তার ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ জেলেরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শাহাপুর বাজারে এ ঘটনা ঘটে।

হামলায় ফেনী জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা, জেলে কৃষ্ণ জলদাস, প্রাণ জলদাস, সুজন জলদাস, শ্রীধাম জলদাস ও নয়ন জলদাসসহ সাতজন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফেনী নদীর চর খোন্দকার মোহনায় অভিযান চালিয়ে নৌকায় থাকা ৩০-৪০টি জাল জব্দ করে মৎস্য অফিস। দুটি জাল আগুনে পুড়িয়ে এবং বেশ কয়েকটি জাল কেটে নদীতে ফেলে দেওয়া হয়।

এ খবর চর খোন্দকার জলদাস পাড়ায় ছড়িয়ে পড়লে জেলেরা দলবদ্ধ হয়ে শাহাপুর বাজারে জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হামলা চালায়।

এ সময় দুই মৎস্য কর্মকর্তা ও তাদের সঙ্গীদের সঙ্গে জেলেদের সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের সাতজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে দুই মৎস্য কর্মকর্তাসহ বাকিদের উদ্ধার করেন।

পরে দুই শতাধিক জেলে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে ইউএনও কামরুল হাসান ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে জেলেদের শান্ত করেন।

জেলে সর্দার প্রিয়লাল জলদাস বলেন, উপজেলা মৎস্য অফিসের কর্মচারী রাজুর মাধ্যমে জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তারা জেলেদের কাছ থেকে কয়েক দিন ধরে মাথাপিছু এক হাজার টাকা করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন।

তিনি বলেন, দাবিকৃত চাঁদা না পেয়ে হঠাৎ করে বিনা নোটিশে নিরীহ জেলেদের জাল জব্দ করেন। পরে আগুনে পুড়িয়ে ও কেটে নদীতে ফেলে ধ্বংস করে দেন।

এ বিষয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, বিষয়টি সমাধানে জেলে নেতা ও মৎস্য কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয়েছে।

ফেনী জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, জাল জব্দ করায় বিক্ষুব্ধ জেলেরা তাদের ওপর হামলা করেছেন। এতে আমাদের বেশকয়েকজন আহত হয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে অবৈধভাবে রাস্তার গাছ কর্তন, গাছ খেকো কামাল ও আরিফ কারাগারে

SBN

SBN

ফেনীতে মৎস্য কর্মকর্তার গাড়ি ভাঙচুর, ইউএনও অফিস ঘেরাও

আপডেট সময় ০৬:২৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

মোঃ শরিফুল ইসলাম রাজু, ফেনী

ফেনীর সোনাগাজীতে মৎস্য কর্মকর্তার ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ জেলেরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শাহাপুর বাজারে এ ঘটনা ঘটে।

হামলায় ফেনী জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা, জেলে কৃষ্ণ জলদাস, প্রাণ জলদাস, সুজন জলদাস, শ্রীধাম জলদাস ও নয়ন জলদাসসহ সাতজন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফেনী নদীর চর খোন্দকার মোহনায় অভিযান চালিয়ে নৌকায় থাকা ৩০-৪০টি জাল জব্দ করে মৎস্য অফিস। দুটি জাল আগুনে পুড়িয়ে এবং বেশ কয়েকটি জাল কেটে নদীতে ফেলে দেওয়া হয়।

এ খবর চর খোন্দকার জলদাস পাড়ায় ছড়িয়ে পড়লে জেলেরা দলবদ্ধ হয়ে শাহাপুর বাজারে জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হামলা চালায়।

এ সময় দুই মৎস্য কর্মকর্তা ও তাদের সঙ্গীদের সঙ্গে জেলেদের সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের সাতজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে দুই মৎস্য কর্মকর্তাসহ বাকিদের উদ্ধার করেন।

পরে দুই শতাধিক জেলে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে ইউএনও কামরুল হাসান ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে জেলেদের শান্ত করেন।

জেলে সর্দার প্রিয়লাল জলদাস বলেন, উপজেলা মৎস্য অফিসের কর্মচারী রাজুর মাধ্যমে জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তারা জেলেদের কাছ থেকে কয়েক দিন ধরে মাথাপিছু এক হাজার টাকা করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন।

তিনি বলেন, দাবিকৃত চাঁদা না পেয়ে হঠাৎ করে বিনা নোটিশে নিরীহ জেলেদের জাল জব্দ করেন। পরে আগুনে পুড়িয়ে ও কেটে নদীতে ফেলে ধ্বংস করে দেন।

এ বিষয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, বিষয়টি সমাধানে জেলে নেতা ও মৎস্য কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয়েছে।

ফেনী জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, জাল জব্দ করায় বিক্ষুব্ধ জেলেরা তাদের ওপর হামলা করেছেন। এতে আমাদের বেশকয়েকজন আহত হয়েছেন।