
মোঃ শরিফুল ইসলাম রাজু, ফেনী
ফেনী- দাগনভূঁঞা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আকবর হোসেনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মশাল মিছিল শেষে বাড়ি ফেরার সময় স্থানীয় পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়।
দলীয় সূত্রে জানা যায়,সরকারের পদত্যগের দাবিতে বিএনপি-জামায়াতসহ বিরোধী সমমনা দলগুলোর ডাকা রোববার (২৬ নভেম্বর) ও সোমবার (২৭ নভেম্বর) এর অবরোধের সমর্থনে রাতে আকবর হোসেনের নেতৃত্বে স্থানীয় উপজেলা শহরে একটি মশাল মিছিল করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন সবুজ,সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নাছির উদ্দিনসহ অনেকেই।
বিএনপি নেতা-কর্মীদের দাবি এরপর বাড়ি ফেরার সময় স্থানীয় সরকার দলীয় সন্ত্রাসীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। তারপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
দাগনভূঁঞা থানার ওসি মো: নিজাম উদ্দিন আটক এর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।ওই মামলায় রোববার (২৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।
মুক্তির লড়াই ডেস্ক : 

























