রাকিবুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়া বর্তমান এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতিকের বিপরীতে ৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হকের কাছে ফরম জমা দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজাহান ভুঁইয়া। এর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি। সময় নেতা কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মিছিলসহ স্লোগান দিয়ে নির্বাচনী আমেজ তৈরী করেন। এ আসনে এ পর্যন্ত ৬ জন প্রার্থীর ফরম নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
এ সময় শাহাজাহান ভুুঁইয়া সাংবাদিকদের বলেন, আওয়ামীলীগ দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীতার সুযোগ রাখায় আমি এবার বর্তমান সাংসদের বিপরিতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা করবো। এ সময় তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে রূপগঞ্জকে আধুনিক ও মডেল হিসেবে গড়ে তুলবো। বঙ্গবন্ধুর আদর্শে রূপগঞ্জের ব্যাপক উন্নয়ন করবো। দলমত নির্বিশেষে সবাইকে সমান গুরুত্ব দেব। তাই ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন তিনি।এ সময় আরো উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম, রূপগঞ্জ থানা আওয়ামী লীগ এর কার্যকরী সদস্য হাজী মোহাম্মদ নবী হুসেন, যুবলীগ নেতা সাখাওয়াত সিকদার, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন ভূইয়া নাদিম, রূপগঞ্জ উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক মান্নান মুন্স, রূপগঞ্জ পরিষদের ইউপি সদস্য লিটন প্রধান প্রমুখ।