মোঃ শাহারিয়া আহমেদ, খাগড়াছড়ি
পার্বত্য শান্তিচুক্তির ২৬ বছর পূর্তি শনিবার (২ ডিসেম্বর)। ১৯৯৭ সালের এই দিনে তৎকালীন আওয়ামী লীগ সরকার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে ঐতিহাসিক পার্বত্য চুক্তি করে। এই চুক্তির মাধ্যমে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিরাজমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে সক্ষম হয়। এ উপলক্ষে শনিবার (২ ডিসেম্বর) পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাহাড়ে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় এবং বাঙালি বাসিন্দাসহ সকলেই এই শান্তি চুক্তি দিবস উদযাপন করেছেন।
দিবসটি উপলক্ষে তিন পার্বত্য জেলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা নানা কর্মসূচির আয়োজন করে। এর ধারাবাহিকতায় দীঘিনালা জোনের উদ্যেগে শান্তি র্যালির
আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল রুমন পারভেজ (পি এস সি) ও দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ কাশেম এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।