ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কালীগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৪ আহত ৪ Logo ঠাকুরগাঁওয়ে হঠাৎ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে জনসাধারণ Logo রাঙ্গামাটিতে পানিতে ডুবে একজনের মৃত্যু Logo মুরাদনগরে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, যুবতীকে টেঁটা বিদ্ধ করলেন চাচা Logo শেরপুর সদর -১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম Logo ‘এক বিশ্ব, এক পরিবার’ শীর্ষক সুন্দর দৃষ্টিভঙ্গি, ‘বেল্ট অ্যান্ড রোড’ Logo চীনের বক্স অফিস আয়ের ঐতিহাসিক রেকর্ড Logo ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সহযোগিতা ক্ষতিগ্রস্ত করবে Logo ২০২৪ সালে চীনের পরিষেবা শিল্প দ্রুত উন্নয়ন হয়েছে Logo গুলশানে স্পা বাণিজ্যের জোরালো সিন্ডিকেট বিশেষ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে ছয়জনের মনোনয়ন বৈধ, তিন জনের মনোনয়ন বাতিল

দীপক কুমার দেবনাথ,
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে বিএনপি থেকে বহিস্কৃত আলোচিত স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ. কে. একরামুজ্জামান সুখনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (০৩ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয় প্রার্থীর মনোয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়।

এ আসনে দুই স্বতন্ত্র প্রার্থী নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুমা আক্তার ও সাবেক সাধারণ সম্পাদক এ. টি. এম. মনিরুজ্জামান সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তাদের দাখিলকৃত এক শতাংশ ভোটারের স্বাক্ষরে তালিকায় গড়মিল থাকায় তা বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম। এছাড়া আব্দুল মান্নানের মনোনয়ন ও বাতিল ঘোষণা করা হয়েছে।

এই আসনের আলোচিত প্রার্থী একরামুজ্জামান আর এ কে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক। তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ছিলেন।

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেয়ায় গত ২৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে একরামুজ্জামানকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।

এই আসনের বর্তমান সাংসদ বি এম ফরহাদ হোসেন সংগ্রাম, তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া অন্যান্য প্রার্থীরা হলেন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. শাহানুল করিম (গরিবুল্লাহ সেলিম) বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, ১৪ দলীয় শরীক। বাসদ মনোনীত প্রার্থী মো: বকুল হোসেন খান, জাকের পার্টির মনোনীত প্রার্থী জাকির হোসেন চৌধুরী।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটি এম মনিরুজ্জামান সরকার ও বর্তমান নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোমা আক্তারের ভোটার তালিকা গরমিল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

মনোয়নপত্র বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৈয়দ এ. কে. একরামুজ্জামান বলেন, ‘নাসিরনগরের জনগণ পরিবর্তন চায়। এই পরিবর্তন ও এলাকার উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন- আমি তাই করব। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৪ আহত ৪

SBN

SBN

ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে ছয়জনের মনোনয়ন বৈধ, তিন জনের মনোনয়ন বাতিল

আপডেট সময় ০৬:২১:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

দীপক কুমার দেবনাথ,
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে বিএনপি থেকে বহিস্কৃত আলোচিত স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ. কে. একরামুজ্জামান সুখনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (০৩ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয় প্রার্থীর মনোয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়।

এ আসনে দুই স্বতন্ত্র প্রার্থী নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুমা আক্তার ও সাবেক সাধারণ সম্পাদক এ. টি. এম. মনিরুজ্জামান সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তাদের দাখিলকৃত এক শতাংশ ভোটারের স্বাক্ষরে তালিকায় গড়মিল থাকায় তা বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম। এছাড়া আব্দুল মান্নানের মনোনয়ন ও বাতিল ঘোষণা করা হয়েছে।

এই আসনের আলোচিত প্রার্থী একরামুজ্জামান আর এ কে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক। তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ছিলেন।

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেয়ায় গত ২৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে একরামুজ্জামানকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।

এই আসনের বর্তমান সাংসদ বি এম ফরহাদ হোসেন সংগ্রাম, তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া অন্যান্য প্রার্থীরা হলেন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. শাহানুল করিম (গরিবুল্লাহ সেলিম) বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, ১৪ দলীয় শরীক। বাসদ মনোনীত প্রার্থী মো: বকুল হোসেন খান, জাকের পার্টির মনোনীত প্রার্থী জাকির হোসেন চৌধুরী।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটি এম মনিরুজ্জামান সরকার ও বর্তমান নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোমা আক্তারের ভোটার তালিকা গরমিল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

মনোয়নপত্র বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৈয়দ এ. কে. একরামুজ্জামান বলেন, ‘নাসিরনগরের জনগণ পরিবর্তন চায়। এই পরিবর্তন ও এলাকার উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন- আমি তাই করব। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।