মোঃ শরিফুল ইসলাম রাজু, ফেনী
ফেনীতে অবরোধের সমর্থনে মিছিল করেছে বিএনপি’ ও সহযোগী অঙ্গ সংগঠন
অবৈধ তফসিল বাতিল ও ১ দফা দাবী আদায়ে হরতালের সমর্থনে সোমবার (৪ ডিসেম্বর) ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন এর নেতৃত্বে ফেনী শহরের মহিপাল অংশে মিছিল ও পিকেটিং করে ফেনী জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ।
হরতালের সমর্থনে সোমবার (৪ ডিসেম্বর) ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন এর নেতৃত্বে মিছিলটি ফেনী শহরের মহিপাল থেকে শহরের এস এসকে সড়কসহ শহরের ইসলামপুর রোড়ের মাথায় গিয়ে শেষ হয়।
ফেনী জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন এর নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, ফেনী পৌর ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম ফরাজী, জেলা ছাত্রদলের সদস্য মেজবাহ উদ্দিন মিয়াজি, ফেনী কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল হালিম মানিক, কৃষকদল নেতা মীর মোশারফ হোসেন রিয়াদ।