কুসুমতাহেরা
আমি তোমার উপন্যাস হতে চাই।
সমস্ত পৃষ্ঠার প্রতিটি লাইন তুমি দেখ,পড়,অনুধাবন করো!পড়ে পড়ে তুমি খেই হারিয়ে ফেলো।
আমার আদ্যোপান্ত তুমি পড়ো।অনুভূতিগুলো ছুঁয়ে দাও পরম মমতায়।ঠোঁটের ভাষায় এঁকে ফেল প্রাগৈতিহাসিক চুম্বনের কেঁপে কেঁপে ওঠা ইতিহাস।গ্রীবায় জড়িয়ে রাখো তেপান্তরের বিশালতা।
তুমি তো অচেনা গল্পতে ডুবে যেতে চাও বারবার।
কিন্তু আমি উপন্যাসের শেষ চুম্বনে তোমাকে চাই বারবার।
আমি তোমাতে আমার উপন্যাস দেখতে পাই।তোমার
ঠোঁটে সিগারেটের তীব্র ধুম্রজালে আটকে থাকি নেশার ঘোরে, চোখের চাহনিতে পৃথিবীর শান্তি খুঁজি বিশ্বস্ততায়,, কপালে তোমার পড়ে এলোথেলো চুলগুলো মিলিয়ে আস্ত একটা উপন্যাস লিখি।
তোমার শার্টের বুতামে আটকে রাখি ভালোবাসার যৌবনগাঁথা।তোমার বুকের পাঁজরে লেপ্টে রেখো আমার ভালোবাসার গল্প।
তুমি এই ছোট্ট জীবনে ছোটগল্প নয়, আমি তোমার পুরোটা জীবনের উপন্যাস হতে চাই।।