ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সদর উপজেলায় ছত্রকান্দা, গাবখান ধানসিঁড়ি, এলাকায় মঙ্গলবার সকালে
তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্নভিত্তিক (সূর্যমুখী-পতিত-রোপা আমন) প্রদর্শনী ব্রি ধান৮৭ এর মাঠ দিবস ও কারিগরি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠি’র উপপরিচালক মো: মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন অত্র পকল্পের মনিটরিং অফিসার রথীন্দ্র নাথ বিশ্বাস, অতিরিক্ত উপপরিচালক ইসরাত জাহান মিলি।
উপস্থিত ছিলেন বীজ প্রত্যয়ন এজেন্সী’র বীজ প্রত্যয়ন অফিসার রেহেনা পারভীন।
এসময় উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ এর সভাপতিত্বে ও সহকারী কৃষি সম্প্র্রসারণ অফিসার গোবিন্দ্রলাল কুন্ড এর সঞ্চালনায় উক্ত মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত মাঠ দিবস ও কারিগরি আলোচনায় আলোচকগণ প্যাটর্নভিত্তিক প্রদর্শনী সূযমুখী-পতিত-রোপা আমন বাস্তবায়নের কলা-কৌশল, তেল ফসল চাষের গুরুত্ব ও চাষের আধুনিক কলা-কৌশল সম্পর্কে বিশদ আলোচনা করেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় তেলজাতীয় ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধকরেন এবং ভোজ্য তেলের আমদানী নির্ভরতা কমানোর কৌশল হিসেবে প্রধান অতিথি তেল ফসলের আবাদ বৃদ্ধির আধুনিক বিভিন্ন কল-কৌশল কৃষকদের মাঝে তুলে ধরেন এবং কৃষকরা তেল ফসল চাষে খুবই উৎসাহ প্রকাশ করেন।