মুনতাসীর মামুন
মঙ্গলবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামের বিএসপি ফুড ও নূর সুইট’স কে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সোবহানের নেতৃত্বে কালুরঘাট বিসিক শিল্প এলাকাধীন বিএসপি ফুড লিমিটেড এর কারখানায় অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশ, অননুমোদিত রংয়ের ব্যবহার, মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও উৎপাদনকৃত পণ্য একত্রে সংরক্ষণ, অসম্পূর্ণ লেভেলিং ও মেয়াদে কারসাজিসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট বিধানানুযায়ী দুই (২) লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া মইজ্জারটেক, কর্ণফুলী এলাকাধীন নূর সুইটস এর কারখানায় অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদনে পোড়াতেলের ব্যবহার এবং মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক (হাইড্রোজ) ব্যবহার করে মিষ্টি জাতীয় খাবার উৎপাদনসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় উক্ত প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট বিধানানুযায়ী এক (১) লক্ষ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাপোর্টিং স্টাফসহ র্যাব-০৭ এর একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।