
শাহনাজ শারমিন মুনু
একটা সময় একজন মানুষের বেশি সরলতা, বেশি কথা বলা, হাসি আপনার কাছে অসহ্য লাগতো??
সেই মানুষটাই যখন আপনার এই অসহ্যের কারণ আবিষ্কার করে নিজেকে একটু একটু করে বদলে ফেলবে, তখন এই আপনিই তার সেই আগের রুপ টাকে ফিরে পাওয়ার জন্য ছটফট করবেন..।
যে মানুষটা খুব বেশি বকবক করতো বলে আপনার বিরক্ত লাগতো ; সেই মানুষটাই যখন হটাৎ করে একদিন আপনাকে ভীষণ ভাবে অবাক করে দিয়ে নিরব হয়ে যাবে ; তখন এই আপনারই দম বন্ধ হয়ে যাবে তার এই নিরবতা দেখে..।
যে মানুষটাকে একটা সময় খুব বেশিই বোকা মনে হতো আপনার ; মনে হতো যেন সে একটু বেশিই সরল, ক্ষ্যাত;
সেই মানুষটাই যখন হঠাৎ করে বুজুর্গ হয়ে যাবে,
আপনার খারাপ লাগার কারণ বুঝে
নিজেকে খুব করে বদলে ফেলবে..!
তখন দেখবেন মানুষটা কতটা অচেনা হয়ে যায় আপনার কাছে..।
হ্যা..! তখন আপনিই সেই মানুষটার আগের, ‘ সেই তুমিটাকে’ ফিরে পাওয়ার জন্য ভীষণ ভাবে আকুল হয়ে পরবেন, ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে যাবেন..।
কিন্তু তাকে আর আগের মতো করে ফিরে পাবেন না।
কারণ জোর করে বদলে দেয়া মানুষ চাইলেও আর আগের মতো হতে পারে না..।
মানুষটা হয়তো জীবনে থাকবে ঠিকই ; কিন্তু থেকেও কিছু একটা নেই নেই লাগবে..! মানুষটার সাথে কথা হবে নিয়মিত ; কিন্তু মন ভরবে না..!!!
আর তাই ভালোবাসার মানুষকে বদলানোর সুযোগ না দিয়ে, সে যেমন তাঁকে তেমন ভাবেই আগলে রাখুন, ভালোবাসুন..!
দেখবেন আপনি পৃথিবীর সব থেকে সুখী মানুষদের মধ্যে একজন…!!!
মুক্তির লড়াই ডেস্ক : 


























