মুনতাসীর মামুন
নিখোঁজের ২৪ ঘন্টার মাথায় আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বন্দরটিলা হামিদ আলী টেন্ডল রোড এলাকায় তার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল্লাহ বরিশাল জেলার ঝালকাঠি থানার কাঠালিয়া গ্রামের মাহমুদ তালুকদার ছেলে। পিতার কর্মসূত্রে তারা দীর্ঘদিন চট্টগ্রাম মহানগরীর বন্দর টিলা আলীশাহ মাজার বাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকেন।
পরিবারের দাবী ১০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে না পেয়ে দৃর্বৃত্তরা আব্দুল্লাহকে হত্যা করে লাশ ফেলে গেছে।
নিহত আব্দুল্লাহর নিকট আত্মীয় (খালু) মোঃ আব্দুল খালেক জানান, গতকাল বুধবার সকাল থেকে নিখোঁজ হয় আব্দুল্লাহ। এর পর থেকে সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধ্যান না পেয়ে র্যাব-৭ এর কার্যালয়ে অভিযোগ করি। পরে তাদের রেফারেন্সে ইপিজেড থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ তার সন্ধ্যানে অভিযান চালায়। এর মধ্যে রাতে অজ্ঞাত নাম্বার থেকে ফোন করে আব্দুল্লাহকে ফিরিয়ে দিতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। আমরা পুলিশকে নাম্বার দিলে পুলিশ রাতভর সে নাম্বার টেকিং এবং সিসিটিভির ফুটেজ দেখে অভিযান চালায়। কিন্তুু আব্দুল্লাহকে উদ্ধার করতে পারেনি।
আজ সকালে স্থানীয় লোকজন বস্তাভর্তিও হাত-পা বাঁধা ছিল লাশ দেখতে পায়।
ইপিজেড থানার ওসি তদন্ত মোঃ জামাল উদ্দিন জানান, পারিবারিক শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড হয়েছে বলে আমরা মনে করছি। কিশোরের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। আমাদের তদন্ত চলছে। আসামীদের গ্রেপ্তার করা হবে।