মোঃ ওয়াহিদ কিশোরগঞ্জ
বিএনপির বহিষ্কৃত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান রঞ্জন তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনের আপিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বাতিল হওয়ায় প্রার্থিতা টিকে গেছে তার। মামলা ও ব্যাংক ঋণ সংক্রান্ত তথ্য গোপন করায় রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছিল।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান রঞ্জন বলেন, বিএনপি থেকে বিদ্রোহ করে এসেছি নির্বাচনে। সরকার সুষ্ঠু নির্বাচন দেয় কি-না, সেটা দেখতেই বিএনপির সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়েছি। তিনি বলেন,বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি চাই। এর জন্য এ নির্বাচনে দাঁড়িয়েছি। যতক্ষণ পর্যন্ত খালেদা জিয়ার মুক্তি হবে না, ততক্ষণ পর্যন্ত আমার বিজয় হবে না।