
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে শনিবার ভোরে কটিয়াদী পৌর সদরের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সদস্যরা। এসময় কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, বাংলা টিভি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার সংবাদদাতা সৈয়দ মুরছালিন দারাশিকো’র নেতৃত্বে দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সাংবাদিক মোঃ ওয়াহিদ সহ সংগঠনের সদস্যরা শহিদ মিনার স্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
এছাড়াও কটিয়াদী উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, কটিয়াদী মডেল থানা, কটিয়াদী ফায়ার, সার্ভিস ও সিভিল ডিফেন্স, কটিয়াদী হাইওয়ে থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কটিয়াদী, কটিয়াদী উপজেলা আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন, কটিয়াদী প্রেসক্লাব, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটি, কটিয়াদী সাংবাদিক ইউনিয়ন কটিয়াদী রেস্টি অফিসের সদস্যরা সহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সম্মিলিত দোয়া এবং মোনাজাতের মাধ্যমে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
মুক্তির লড়াই ডেস্ক : 



























