
প্রিয়াংকা নিয়োগী
কোচবিহার,ভারত,
তারিখ:12.12.2023
প্রতিটি কাহিনীর বার্তা বহন করে,
কথায় তথা কথিত হয়ে যাওয়া বাস্তবের মাথা মোড়া,
প্রান্তের হয়ে যাওয়া এপিঠ ওপিঠে ছাপে।
রৌদ্র হতে বৃষ্টি, বৃষ্টি হতে বন্যা সুণামী,
মরুভূমি হতে ক্ষড়া ভূমিকম্প যেকোনো খবরের জন্য দৌড়াদৌড়ি,
জীবনের ঝুকি রাখা।
ভয়ডর একদিকে রেখে সাংবাদিক ছুটছে সংবাদ গ্রহণ করতে,
সঠিক খবর দেবে সবার আগে,
প্রতিযোগিতা চলে তাদের মধ্যে।
খবর ছাপে খবরের পত্রিকায়,
টেলিভিশনের খবরের চ্যানেলে,
রেডিওর ভূমিকা কম যায় কিসে,
সাংবাদিক সময়মতো খবর পৌছেঁ দিলে তবেসে।
যুগের পরিবর্তনে সমাজের প্রসারে
সংবাদপত্রের রকম বাড়ছে বিভিন্নভাবে,
রকমারি সংবাদের সাথে সাহিত্যের জায়গা ধরছে তুলে,
ধরছে বিভিন্ন বিষয়,
পাঠকমনে প্রয়োজনীয়তা বাড়াচ্ছে নানাভাবে।
সমাজ উন্নয়নে রাখছে ভূমিকা
সংবাদমাধ্যমে কখন আসবে আমার খবরটা,
সাংবাদিকদের ভালো একটা ইন্টারভিউয়ে
গুণী পায় তার সেরাটা।
প্রতিবাদের ভাষাকে সুযোগ দেয় ন্যায় পেতে,
ঠকে যাওয়া রুখে দিতে স্পর্ধা দেখায় প্রাণ হাতে নিয়ে।
প্রচার মাধ্যমে জানা যায় কোথায় কি হবে,
প্রচারের আলো পেতে সবাই রাস্তা খোজেঁ,
সাংবাদিকরা সেরাটুকু দিয়ে থাকে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























