
কামরুজ্জামান জনি
উদাস দুটি চোখে তোমার
দেখো কতো স্বপ্ন,
আনমনে চেয়ে আছো
হয়ে কেমন মগ্ন।
মিষ্টি দুটি ঠোঁটে তোমার
ছড়ায় উষ্ণতা
তোমাকে দেখে কেটে যায়
সবার বিষন্নতা।
সরল রেখার মতো তোমার
মাথার কালো চুল,
দেখলে তোমায় মনে হয়
একটা গোলাপ ফুল।
বাঁশির মতো নাকটি তোমার
দোলা লাগে মনে,
অনেক কথা বলতে চাই
একলা তোমার সনে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























