
সুক্রিয়া দাস
মিথ্যে প্রতিশ্রুতি আর গালভরা গল্প,
সাধারণ জনগণের মন কাড়ার নেই কোনো বিকল্প।
চাল,ডাল,আটা সবকিছুই মিলবে এমনিতেই,
যদি সময় মতো ভোট টা দিয়ে বসাও দাদা দিদিকে গদিতে।
আকাশচুম্বী লোভের অনলে যখন স্বপ্নেরা মেলে ডানা,
নানান রকম ভাতার লোভে দেখায় নিজেদের কেরামতি খানা।
চাকরি দেবার হাজার হাজার মিথ্যে প্রতিশ্রুতি মিলবে,
ভোটের শেষে সব প্রতিশ্রুতিতেই ঠান্ডা জল চলকে পড়বে।
বেকারের চোখে স্বপ্ন এঁকে নিজেদের কাজ হাসিল,
একদিন মিথ্যে কথার জালে ফাঁসিয়ে করিয়ে নিয়েছে কতো মিটিং মিছিল।
ভোটের শেষে শোনে না কেউ বেকারের আর্তনাদ,
তাদের চোখের জলে কেটে যায় কতো বিনিদ্র রাত।
সমাজের বুকে সাধুর বেশে ঘোরে অসাধু ব্যক্তি,
ভালো কথার পিছনে চলে খারাপ মনের অভিব্যক্তি,
হাজার মানুষ অর্ধাহারে অনাহারে কাটায় কতো দিন,
ক্ষমতা পেয়ে মেটায় নাতো কখনও মনুষ্যত্বের ঋণ?
শীতের রাতে কাঁপছে কতো শরীর ঠকঠকিয়ে,
তাদের নিয়ে ভাবার সত্যিই কেউ নেই এই শহরে।
সকল মন্ত্রী নেতা ঘুমিয়ে থাকে আয়েস করে,
খুঁজতে থাকে ফুটপাত মাঝরাতে উষ্ণতা মিথ্যে
প্রতিশ্রুতির ঘোরে।
মিথ্যে জয়ের পতাকা উড়তে পারে না বেশীদিন,
জনগণের চেতনা শীঘ্রই আসবে ফিরে একদিন।
সেদিন ভেঙে যাবে মিথ্যে প্রতিশ্রুতির দূর্গ,
মানুষ ঠকিয়ে সুখে বসবাসের নাম হল মূর্খের স্বর্গ।
মুক্তির লড়াই ডেস্ক : 


























