
মোঃ শরিফুল ইসলাম রাজু, ফেনী
ফেনী সদর উপজেলার পৌরসভার ১৩ নং ওয়ার্ড পূর্ব বিজয় সিং লুদ্দার পাড় এলাকাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল ৪:২০ মিনিটে ফেনী পৌরসভার ১৩ নং ওয়ার্ড লুদ্দার পাড়ে আর্মির দোকানে সিলিন্ডার ব্লাষ্ট হয়ে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এতে মূহুর্তের মধ্যেই আগুনে পুরো দোকান ছেয়ে যায় এবং পাশের দোকান সহ পুরো দোকান আগুনে জলসে যায়। ঘটনায় দুটি দোকানের ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা যায়নি। তবে উক্ত ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে জলসে যাওয়া আগুনের শেষ অংশ নিয়ন্ত্রনে আনেন।
এ সময় ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ঘোষনা করেন আগুনে পুড়ে যাওয়া মার্কেট পূনরায় তৈরির খরছ এবং দুই দোকান মালিকের পূনরায় পুঁজির খরছ তিনি নিজে বহন করবেন।
উক্ত ঘটনাস্থল ফেনী মডেল থানার এস আই রাজীব পুলিশের টিম নিয়ে উপস্থিত হয়ে আইনি সহায়তা দেওয়ার আস্বস্থতা জ্ঞাপন করেন।
মুক্তির লড়াই ডেস্ক : 


























