মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
সিরাজগঞ্জে ২৫ কেজি গাঁজা ও ১টি মিনি পিকআপসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সিরাজগঞ্জ ডিবি পুলিশ বৃহস্পতিবার রাত ২৩.২০ ঘটিকার সময় রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল জোরপুল গ্রামস্থ মোঃ তরিকুল ইসলাম (৩২), পিতা-মোঃ ওমর আলী, সাং-কোদলা এর মালিকাধীন জম জম দই ঘরের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে আসামী ১। মোঃ আঃ ছালেক(২৬), পিতা-মোঃ হাসান আলী, সাং-পূর্ব দিঘলটারি, থানা-আদিতমারী ২। মোঃ আলতাব হোসেন(২৯), পিতা-মোঃ আকতার আলী, সাং-পূর্ব দিঘলটারি, থানা-আদিতমারী ৩। শ্রী রতন কুমার রায়(৩২), পিতা-অনন্ত কুমার রায়, সাং-সতিরপাড়, থানা-কালিগঞ্জ, সর্ব জেলা-লালমনিরহাটঘণদের বহনকৃত ০১টি নীল রংয়ের মিনি পিকআপ তল্লাশী করে তাদের দেখানো ও বাহির করে দেওয়া মতে গাড়ীর ব্যাক বডিতে রক্ষিত সর্বমোট ২৫(পঁচিশ) কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। এসংক্রান্তে রায়গঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজুর কার্যাক্রম প্রক্রিয়াধীন।