
স্টাফ রিপোর্টার
ছাত্রলীগ ও যুবলীগের সাবেক কেন্দ্রিয় নেতা,জাতীয় শিক্ষক ও পেশাজীবি নেতা অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক ও অধ্যক্ষ মো. মোস্তফা চৌধুরীর রত্মগর্ভা মমতাময়ী মা আফিয়া খাতুন চৌধুরী আজ ২৪ ডিসেম্বর ২০২৩ রোববার সকাল ৯ টায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো(৯১) বছর। তাঁর মুত্যুতে গভির শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক মু.নজরুল ইসলাম তামিজী,বাংলাদে ল ফান্ডেশনের চেয়ারম্যান বিচারপতি আলী আসগর খান, মানবাধিকার সম্মিলিত জোট এর কো- চেয়ারম্যান বিচার এস এম মজিবুর রহমান,জাতীয় মানবাধিকার সোসাইটির মহাসচিব ব্যারিষ্টার আফতাব উদ্দিন আহমেদ। এক শোক বিবৃতিতে তারা বলেন প্রয়াত আফিয়া খাতুন চৌধুরী মুক্তিযুদ্ধের চেতনা বহনকারি একজন জননি ছিলেন। অন্য এক বিবৃতিতে শোক জানিয়েছেন পুলিশ এন্ড প্রেসক্লাব এর সেক্রেটারি জেনারেল বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযুদ্ধা মো : আনোয়ার হোসেন,বঙ্গবন্ধু সাহিত্য একাডেমির চেয়ারম্যান কবি অশোক ধর,আমজনতা বাংলাদেশের সাদারণ সম্পাদক জাগ্রত মহানায়ক সিহাব রিফাত আলম,কবি সংসদ বাংলাদেশের সাদারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক ও শাতাধিক জাতীয় নেতৃবৃন্দ।প্রয়াত আফিয়া খাতুন চৌধুরী মৃত্যুকালে ২ পুত্র, দুই কন্যা, নাতি- নাতনি সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। বিবৃতিদাতাগন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন । আজ বাদ যোহর ভাষানটেক কেন্দ্রীয় জামে মসজিদ,ঢাকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমার স্হায়ী নিবাস কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজ শেষে লোহাইমুড়ি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন মরহুমার বড় পুত্র অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক।
মুক্তির লড়াই ডেস্ক : 



























