
মোঃ শরিফুল ইসলাম রাজু, ফেনী
ফেনীতে গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশায় মুখোশ পরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে শহরের লালপোল এলাকায় এ ঘটনা ঘটে।
অটোরিকশাচালক মুরাদ হোসেন বলেন,রাত সাড়ে ৯টার দিকে গাড়ি মেরামত করতে গ্যারেজে আসি।রাতে মুখোশ পরা সাত থেকে আটজন এসে পেট্রোল ঢেলে অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। তাদের মধ্যে কামাল নামে একজনের মুখোশ খুলে যাওয়ায় চিনে ফেললে তারা আমাকে মারধরের চেষ্টা করেন।পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মজিদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, নাশকতাকারীদের মধ্যে কামাল নামে একজনকে অটোরিকশাচালক চিনতে পেরেছে বলে পুলিশকে জানিয়েছে।তারা দুজনই শহরের আরামবাগের বাসিন্দা।এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুক্তির লড়াই ডেস্ক : 



























