মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
চাঁপাইনবাবগঞ্জে একটি চোরাই মোটরসাইকেল ও ১৯টি বিশেষ চাবি (মটরসাইকেলের মাস্টার কী) সহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
এসআই (নি:) মোঃ আসগর আলীর এর নেতৃত্বে সোমবার বিকেলে সদর মডেল থানাধীন সার্কিট হাউজ মেইন গেটের সামনে থেকে বিশেষ কায়দায় তৈরি বিভিন্ন ব্রান্ডের মটরসাইকেলের ১৯ (উনিশ) টি নকল চাবি সহ মোঃ মহব্বত আলী রয়েল (২৭) নামের একজনকে আটক করা হয়।
সে রাজশাহীর রাজপাড়া আরএমপি এলাকার কেশবপুর (নদীর ধার) গ্রামের মোঃ কাউছার আলীর ছেলে।
আটককৃত আসামির তথ্য ও দেখানো মতে রাজশাহী মহানগর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পিরোজপুর গ্রামে অভিযান পরিচালনা করে ২৬ তারিখ রাত্রি ০২:৫০ ঘটিকায় ০১ টি ১৫০ সিসি এ্যাপাচি মটরসাইকেল উদ্ধার করা হয়।