
অরবিন্দ সরকার
বহরমপুর, মুর্শিদাবাদ
পৃথিবীর শ্রেষ্ঠ বস্তু, মায়ের আদর,
সোহাগ মায়া মমতা, সন্তানের প্রতি,
চলাফেরায় নজর, নয় ক্ষয়ক্ষতি,
আঁচলে সুগন্ধি ছোটে, ঘ্রাণে আত্মপর।
তেল মাখিয়ে মালিশ, শরীর নির্ভর,
ধূলো বালি ঝেড়ে মুছে, স্বাস্থ্যের উন্নতি,
বুক নিঙারি উজাড়, স্তনপানে মতি,
ঠাণ্ডা থেকে অব্যাহতি, জড়ায়ে চাদর।
মায়ের ওষ্ঠ অধরে, হাসি মাখা সুখ,
পরশে সন্তানে চুমু, গর্বে ভরে বুক।
সন্তানের আবদার, মা সইতে পারে,
না খেয়ে সন্তান মুখে,দেয় সে খাবার,
মায়ের ইচ্ছা পূরণে, সন্তানেরা নাড়ে,
শেষকালে কর্মফল, আশ্রয় ভাগাড়।
মুক্তির লড়াই ডেস্ক : 























