
অরবিন্দ সরকার
বহরমপুর, মুর্শিদাবাদ
মিথ্যা মাপার যন্ত্রে,অদ্বিতীয়া রানী,
বহুভাষী দার্শনিক, মঞ্চে লাফালাফি,
ভুলভালে উচ্চারণ,লজ্জ্বার কাহিনী,
আইন অবমাননা, লক্ষ্য দাপাদাপি।
ন্যাকাদেমী পুরস্কারে,বাক্যাঞ্জলি খানি,
এপাং ওপাং ঝপাং মেরে, শব্দ মাপামাপি,
পারিষদে হাততালি, পিছে হাতছানি,
বঙ্গের শোভা বর্ধনে,হাসি চাপাচাপি।
ক্যালেণ্ডারে লেখা রবে, সর্বশ্রেষ্ঠ প্রানী,
মন্ত্রে তুষ্ট দেবদেবী, খুলে লক্ষ্মী ঝাঁপি,
পঁচাত্তর পঁচিশের,ভাগে কাটমানি,
মেরে খাওয়ার তালে, বাড়ি যারে বাপি।
ইতিহাসের পাতায়,স্বর্ণাক্ষরে নাম,
চোরের রানী হিসেবে,রবে বদনাম।
মুক্তির লড়াই ডেস্ক : 


























