
লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান শিক্ষক কামাল হোসেন হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট মো. রফিকুল ইসলাম হিরা। বিশেষ অতিথি অভিভাবক সদস্য পৌর কাউন্সিলর আবু ছায়েদ বাচ্চু, সদস্য মনির হোসেন, সুমন চন্দ্র দেবনাথ, কামরুন্নাহার, সহকারী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র ভৌমিক। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে সকল শ্রেণির প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, নারী জাগরণের অন্যতম মহীয়সী ভারতীয় উপমহাদেশের একমাত্র মহিলা নবাব ফয়েজুন্নেছা চৌধুরানীর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি প্রায় ১শত ২৫ বছর ধরে এলাকার শিক্ষা বিস্তারে অবদান রেখে আসছে। প্রতিষ্ঠানটি ২০২২ এবং ২০২৩ সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এছাড়া এসএসসি পরীক্ষার ফলাফলেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের কৃতিত্ব বজায় রেখে আসছে বিগত বছরগুলোতে। বর্তমানে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর শিক্ষা গ্রহণে অর্ধশত শিক্ষক পাঠদান করাচ্ছেন।
মুক্তির লড়াই ডেস্ক : 
























