
শিহাব রিফাত আলম
তোমার হাসিটা
একটু অন্যরকম
বদলে দিতে পারে
জীবনের চাকা।
তোমার হাসিটা
একটু অন্যরকম
মেলে দিতে পারে
স্বপ্নের ডানা।
তোমার হাসিটা
একটু অন্যরকম
মেঘমুক্ত আকাশে
ঝরে প্রবল বর্ষণ।
তোমার হাসিটা
একটু অন্যরকম
মায়াভরা রাতে
তারার মেলা।
তোমার হাসিটা
একটু অন্যরকম
চাঁদের আলোতে
দু’চোখ ভরে দেখা।
তোমার হাসিটা
একটু অন্যরকম
ভরদুপুরে
প্রশান্তির ছায়া।।
মুক্তির লড়াই ডেস্ক : 


























