
পবন কুমার সাহা
ভয়াবহ দৃশ্য শব গেছে মুছে
তবুও রয়েছে কান্না
চেয়ে দেখো স্মৃতি ধুলো পুছে
মায়ের হারানো পান্না।
বিজয়ের দিন নাম কাছে এলে
মুজিবের ডাক শুনি
এদেশ টা তোমাদের মুক্তি পেলে
দলবেঁধে হাঁক আনি।
পাকিস্তান স্বৈরাচারী ছিল দল
ভেবেছে শোষণ খনি
মুক্তিযোদ্ধা নারী পুরুষের বল
একতায় এক ধ্বনি।
তাকিয়ে দেখো ঐ সৌধ বিজয়ের
সমবেত নরনারী
ফুলের মালা গন্ধ অলি বলয়ে
দেশ ভক্তি মন্ত্র পড়ি।
বইছে আজ কত মুক্ত বাতাস
সোনার এ বাংলাদেশ
অজ্ঞাত শত্রু শত চেষ্টা হতাশ
মুক্তিযোদ্ধা ছায়া বেশ ।
বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি লয়ে
মুক্তির নিশান হাতে
শত শহীদের রক্ত ফুল দিয়ে
শান্তির কামনা প্রাতে।