
সোমবার (১লা জানুয়ারি) ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ৯১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা কমিটি, সভাপতি মন্ডলি, কার্যক্রম পরিচালনা কমিটি ঘোষণা করেন ইচ্ছে পূরণ ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক- নাজমুল খাঁন আভান, মুশফিকুর রহমান নাঈম, বাইজিদ বোস্তামি, হৃদয় হাসান, সোহেল রানা।
সভাপতি- হোসাইন আল মাসুদ সাধারণ সম্পাদক- জাহিদুল ইসলাম হানজালা।
সিনিয়র সহ-সভাপতি- গাজী আরমান সাজিদ, সাংগঠনিক সম্পাদক- জাহিদুল ইসলাম নূর কে নির্বাচিত করা হয়।প্রধান উপদেষ্টা ডাঃ মোঃ ইব্রাহিম খলিল, হাফেজ শফিউল্লাহ, নজির আহমেদ সহ ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
সভাপতি মন্ডলি’র সদস্য (প্রধান)- হাফেজ কামরুজ্জামান, হাফেজ মাওঃ জহিরুল ইসলাম সহ ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। কেন্দ্রীয় কার্যক্রম পরিচালনা কমিটির পরিচালক- রাকিবুল হাসান মাসুদ, আরিফ ইসলাম, মোশারফ হোসেন, জাহিদ হাসান, মোহাম্মদ মাহদী।
ইচ্ছে পূরণ ফাউন্ডেশন বাংলাদেশ ২০১৯ইং সালে ১লা জানুয়ারি যাত্রা শুরু করে। এরপর সংগঠনটি রক্তদান কর্মসূচী, ব্লাড গ্রুপিং ক্যাম্পিং, মেডিকেল ক্যাম্পিং, আর্থিক সহযোগিতা , বৃক্ষ রোপণ কর্মসূচী, খাদ্য সামগ্রী বিতরন, শীতবস্ত্র বিতরণ সহ নানাবিধ কর্মসূচী পরিচালনা করে আসছে। সামাজিক-মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে গুণগত পরিবর্তনে কাজ করবে ইচ্ছে পূরণ ফাউন্ডেশন বাংলাদেশ। এরইমধ্যে মানুষের সেবায় ইচ্ছে পূরণ ফাউন্ডেশন বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করে আসছে।