
দিলরুবা
প্রিয় হয়ে এলে তুমি
তোমারই কাজে,
ভালোবেসে যাবো যত
দিন আছো মাঝে।
প্রিয় মানুষ তখনই হয়
কর্মে যারা ভালো,
তোমারই মাঝে পেয়েছি তাই
শুধাই কেবল আলো।
ভালো আছো বলেই এতো
ভালোবাসা বাসি,
ভাবনায় তাতেই তোমার আশা
মিছে পথ দূরআশা।
ভালোবাসার ফুল ফুটে শূন্য
মরু ভুমির চাষে,
বেঁচে থাকো সবার মাঝে
প্রিয় হয়ে শ্বাসে।