ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান ড. মো. নিজামুল করিম

ডেস্ক রিপোর্ট

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ড. মো. নিজামুল করিম।

এর আগে তিনি জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ড. মো. নিজামুল করিম ১৯৬৬ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি কালিকাপুর ইউনিয়নের জামমুড়া গ্রামের মরহুম সিরাজুল ইসলামের পুত্র।

শিক্ষা বোর্ড ও স্থানীয় সূত্রে জানা যায়, ড. মোঃ নিজামুল করিম ১৯৬৬ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের জাম্মুড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে কুমিল্লা শহরের দক্ষিণ চর্থা এলাকায় বসবাস করেন। তিনি মিঞা বাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৯৮১ ব্যাচের ছাত্র ছিলেন। শিক্ষাজীবন শেষে ১৯৯৩ সালে ব্যবস্থাপনা বিষয়ে প্রভাষক পদে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন এবং ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ব্যবস্থাপনা বিষয়ে অধ্যাপনাসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এরআগে তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এর সচিব, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে সহযোগী অধ্যাপক ও মার্কেটিং বিষয়ে বিভাগীয় প্রধান, টিকিউআই-২ প্রকল্পে উপপ্রকল্প পরিচালক (অর্থ ও প্রশাসন), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লায় কলেজ পরিদর্শক, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রামে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়খালী, ল²ীপুর ও ফেনী―এই ছয় জেলা নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড গঠিত।

আপলোডকারীর তথ্য

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান ড. মো. নিজামুল করিম

আপডেট সময় ০৭:৪১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

ডেস্ক রিপোর্ট

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ড. মো. নিজামুল করিম।

এর আগে তিনি জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ড. মো. নিজামুল করিম ১৯৬৬ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি কালিকাপুর ইউনিয়নের জামমুড়া গ্রামের মরহুম সিরাজুল ইসলামের পুত্র।

শিক্ষা বোর্ড ও স্থানীয় সূত্রে জানা যায়, ড. মোঃ নিজামুল করিম ১৯৬৬ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের জাম্মুড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে কুমিল্লা শহরের দক্ষিণ চর্থা এলাকায় বসবাস করেন। তিনি মিঞা বাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৯৮১ ব্যাচের ছাত্র ছিলেন। শিক্ষাজীবন শেষে ১৯৯৩ সালে ব্যবস্থাপনা বিষয়ে প্রভাষক পদে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন এবং ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ব্যবস্থাপনা বিষয়ে অধ্যাপনাসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এরআগে তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এর সচিব, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে সহযোগী অধ্যাপক ও মার্কেটিং বিষয়ে বিভাগীয় প্রধান, টিকিউআই-২ প্রকল্পে উপপ্রকল্প পরিচালক (অর্থ ও প্রশাসন), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লায় কলেজ পরিদর্শক, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রামে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়খালী, ল²ীপুর ও ফেনী―এই ছয় জেলা নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড গঠিত।