
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া -২ (সরাইল -আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন মঈন নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি কলার ছড়ি প্রতীক নিয়ে ৮৪ হাজার ৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টি বহিস্কৃত রৌশন পন্থী নেতা স্বতন্ত্র প্রার্থী এড: জিয়াউল হক মৃধা পেয়েছেন ৫৫ হাজার ৪৩১ভোট।
সরাইল উপজেলার ৯টি ও আশুগঞ্জ উপজেলার ৮টিসহ মোট ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ১৩২টি কেন্দ্রে গতকাল রোববার (৭ জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৭২ জন। এদের মধ্যে নারী ভোটার ১ লাখ ৯২ হাজার ৬৭৬ জন ও পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ৩৯৫জন। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল তুলনামুলক কম।
সহকারি রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত নির্বাচনের ফলাফলে জানা যায়, নির্বাচনে মোট ৪ লক্ষ ১০ হাজার ৭২ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ১লক্ষ ৫০ হাজার ৯৪০ জন। এদের মধ্যে বৈধ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪৯ হাজার ১১৯জন এবং বাতিলকৃত ভোটারের সংখ্যা ১ হাজার ৮২১ জন।
প্রতিদ্বন্দী ৭জন প্রার্থীর মধ্যে ৮৪ হাজার ৬৭ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কলার ছড়ি প্রতীকের প্রার্থী মো: মঈন উদ্দিন। নিকটতম প্রতিদ্বন্দী ঈগল প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫৫ হাজার ৪৩১ ভোট।
নির্বাচনে মোট ভোট প্রদান করেছেন ১লক্ষ ৫০ হাজার ৯৪০ জন ভোটার। ভোট দেননি ২ লক্ষ ৫৯ হাজার ১৩২ জন ভোটার। গড়ে ৩৬.৮১ ভাগ ভোটার ভোট প্রদান করেন।
নির্বাচনে প্রতিদ্বন্দী অন্যান্য প্রার্থীদের মধ্যে
তৃণমূল বিএনপির প্রার্থী মাইনুল হাসান তুষার সোনালী আঁশ (পাট) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩১৮ ভোট। জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩হাজার ৪০৮ ভোট। ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. আবুল হাসনাত আমিনী মিনার প্রতীকে পেয়েছেন ৯ শত ৯৪ ভোট। বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী সৈয়দ জাফরুল কুদ্দুছ ফুলের মালা প্রতীকে পেয়েছেন ৫ শত ২২ ভোট ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. রাজ্জাক হোসেন আম প্রতীকে পেয়েছেন ৩শত ৭৯ ভোট।