
কামরুজ্জামান জনি
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন শামীমের কাছে জামানত হারিয়েছেন তার সাথে ভোটে অংশ নেয়া ১০ প্রার্থীর সকলেই।
শফি উদ্দিন শামীম নৌকা প্রতীকে নির্বাচন করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রোববার ভোট গ্রহণের পর রাতে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।
আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি। আওয়ামী লীগের কমিটিতে যুক্ত হওয়ার ২৭৪ দিনের মধ্যে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেন। তিনিও প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। কুমিল্লা- ০৮ আসনে আওয়ামী লীগের আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন শামীম ২ লাখ ৭২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এইচ এম ইরফান পেয়েছেন ৩ হাজার ৭২১ ভোট, জাকের পার্টির প্রার্থী (গোলাপ ফুল) মার্কা শরিফুল ইসলাম পেয়েছেন ৩৪১১ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির (একতারা) মার্কা পেয়েছেন ২৫০৬ ভোট, গণফ্রন্টের (মাছ) মার্কার মোঃ দুলাল মিয়া পেয়েন ১০০৮ ভোট। এই আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছে।

জয়ী হয়ে প্রথমবার সংসদ সদস্য হয়ে আবু জাফর শফিউদ্দিন শামীম বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় উন্নয়নবঞ্চিত বরুড়াবাসী করোনা মহামারিতে কাউকে পায়নি। আমি পাশে ছিলাম। সমাজসেবামূলক কাজ, দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ মনোবল আমাকে জয়ী করেছে। আমি নেত্রীর কাছে, দলের জ্যেষ্ঠ ও তরুণ নেতাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মুক্তির লড়াই ডেস্ক : 



























