
স্টাফ রিপোর্টার
বাংলাদেশের অনুমোদিত সংবাদপত্রের সম্পাদকদের নিয়ে গঠিত ‘বাংলাদেশ এডিটরস্ ফোরাম’র নতুন সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরী, মহাসচিব ওমর ফারুক জালাল ও ট্রেজারর কামরুজ্জামান জনি নির্বাচিত হয়েছেন।
রোববার রাতে রাজধানীর কমলাপুরস্থ দি ডেইলি প্রেজেন্ট টাইম কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ৭ সদস্যের কমিটি নির্বাচন করা হয়।
কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকউল্লাহ সিকদার, সহসভাপতি নজরুল ইসলাম তামিজি, অশোক ধর, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান জুলফিকার।
এছাড়া সভায় সংগঠনে ব্যাংক হিসাবে হালনাগাদ করন, পিকনিক ও নতুন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, কাজী মোঃ জহিরুল কাইয়ুম, মোঃ আবদুর রাজ্জাক প্রমুখ।