
ধৈর্য
আবুল বাশার খান
রক্তমাংসের মানুষ আমি ধৈর্য ধরে থাকি,
শত কোটি কষ্ট বুকে চাপা দিয়ে রাখি।
হাসিমুখে সবকিছুই বরন করে নেই
মনের কষ্ট শোনার মত আপন কেহ নেই।
মোমবাতির আলো তবে দূরে নাহি যায়,
ক্ষণিকের জন্য হলেও ভীতিকে তাড়ায়।
বেলা শেষে সূর্য যখন নদী গর্ভে যায়,
যারা তোমার আপন ছিল খুঁজে পাওয়া দায়।