
দায়বদ্ধতা
প্রদীপ বসু
মনে যার বিষাদের ছায়া…
খুঁজে বেড়ায় প্রেমের কায়া,
পাক না পাক প্রেম অবিনশ্বর
যা কিছু ভাবায় বা করায়
সেইতো বসে অন্তরালে ঈশ্বর!
যার সাথে তিনি গাঁটছড়া বাঁধেন
তা সঠিক বা বেঠিক তিনি কী জানেন?
হয়তো দায় সাড়া কোনও মতে লেখেন বিধিলিপি,
জীবন দুটি একসাথে চলতে চলতে হাঁপিয়ে নিতে চায় ছুটি।
সামাজিক দায়বদ্ধতা রক্ষা করতে করতে,
এক ছাদের তলায় থাকতে থাকতে…
জীবনের চলা পথে পথে হয় দুর্বিষহ,
একটি ছাদের নিচে দুটি ভিন্ন ভিন্ন গ্রহ…
তবুও অবুঝ মনে সন্দেহের চারা রোপন করে অশান্তির আগুনে দগ্ধ হতে হয় অহরহ।
তিক্ততার স্বাদে চায় না কেউই এক ছাদের নিচে করতে বসবাস,
তবুও থাকতে হবে সামাজিক নিয়মে এক একটি ঘরে পরবাস।
অশান্তির এ আগুনে জ্বলবে
আগামী প্রজন্ম,
নীতি শিক্ষার পাঠ দিচ্ছে কি ডেকে সর্বনাশ ??
বিষময় ক্ষণ কেন হয় না অবসান …?
শুধুই চলে কেন ঠান্ডা গৃহযুদ্ধ অহরহ ,
নির্বিচারে পুড়ে ছাই হয় কায়ার ভেতর মায়া ,
তবে হোক অবসান আছে জট প্রহসন,
বাঁচতে দাও নব প্রজন্মকে স্বতন্ত্র ছায়ায় ।।