ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চীনের প্রস্তাবিত ১ হাজার শর্য্যা বিশিষ্ট হাসপাতালটি স্থাপনের দাবি Logo গাইবান্ধায় বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামত ৩১ দফা ও জন সম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ Logo আব্দুল মালেক মজুমদারকে পাওয়া যাচ্ছে না Logo শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আইএসইউতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা Logo মানবাধিকার রক্ষার দৃঢ় প্রত্যয়ে “আমাদের আইন” এর শেরপুর জেলা কমিটি গঠিত Logo শেরপুরে ধান ক্ষেত থেকে অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার Logo বরুড়ায় তথ্য আপা’র উঠান বৈঠক Logo সুনামগঞ্জে বিশ্ব অটিজম ও সচেতনতা দিবস পালিত Logo গুলশানে র‍্যাবের ক্যাশিয়ার শাহ আলমের ইস্পায় গড়ে তুলেছে অপরাধের আখড়া Logo বুড়িচংয়ে বিভিন্ন স্থানে বৈশাখী মেলায় চলছে জুয়ার আসর

মনের অভিমানেও আমি তোমারি

মনের অভিমানেও আমি তোমারি
নুর নাহার নিশি

ও জান যদি মনেরই অভিমানে
হৃদয় ছিড়ে ওই দুনয়নে জোড়ে কান্না আসে,
না দেখে ঘুমের ঘরে বন্ধু তোমায় পাশে,
চোখের কোনায় জমা ওই নোনা জল
বন্ধু খুব আদরে মুছে দিও স্বপ্নে এসে ।

ও জান যদি তোমা হৃদয়ের অভিমানে
আমার জন্য তোমারও মন খারাপ হয় ,
জান তুমি পেয়েও না কখনো কভু ভয় ,
আমি সব সময়ই তোমারই থাকবো
আমার হৃদয় দিয়ে তোমায় ভালোবাসবো ।

ও জান তুমি আমায় ভালোবাসা দিয়ে অজস্র ,
তুমি করেছো আমায় ঋণী আমার হৃদয় করে হরণ ;
আমি চিরকাল জীবনানন্দ দাসের মতো,
তোমার প্রেমকে সারা জীবন করবো স্মরণ।

ওগো মোর প্রিয় এই পৌষের হিমেল শীতে,
তুমি কোন অভিমানে আমায় ছেড়ে চলে গেলে,
আমি চাই তুমি তোমার হৃদয় আমায় ভরো,
তুমি ভালোবেসে অনন্তকাল আমার হাতটি ধরো ।

জানো না তোমার ছোঁয়ায় তোমার মায়ায়,
তোমার সঙ্গে থাকলে আমার হৃদয় উৎফুল্ল হয়,
তোমার ছোঁয়ায় ,তোমার মুগ্ধ হৃদয়ে শিহরণ
আমার মনে জাগিয়ে তুলে সারা জীবন করবো বরণ।
জান আমি তোমায় বার বার বলবো
শতো অভিমান ভুলে এই তোমাকে ভীষণ ভালোবাসি,
আমি সারা জীবন তোমার প্রিয়া হয়ে থাকবো ।

আপলোডকারীর তথ্য

চীনের প্রস্তাবিত ১ হাজার শর্য্যা বিশিষ্ট হাসপাতালটি স্থাপনের দাবি

SBN

SBN

মনের অভিমানেও আমি তোমারি

আপডেট সময় ০৭:৫৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪

মনের অভিমানেও আমি তোমারি
নুর নাহার নিশি

ও জান যদি মনেরই অভিমানে
হৃদয় ছিড়ে ওই দুনয়নে জোড়ে কান্না আসে,
না দেখে ঘুমের ঘরে বন্ধু তোমায় পাশে,
চোখের কোনায় জমা ওই নোনা জল
বন্ধু খুব আদরে মুছে দিও স্বপ্নে এসে ।

ও জান যদি তোমা হৃদয়ের অভিমানে
আমার জন্য তোমারও মন খারাপ হয় ,
জান তুমি পেয়েও না কখনো কভু ভয় ,
আমি সব সময়ই তোমারই থাকবো
আমার হৃদয় দিয়ে তোমায় ভালোবাসবো ।

ও জান তুমি আমায় ভালোবাসা দিয়ে অজস্র ,
তুমি করেছো আমায় ঋণী আমার হৃদয় করে হরণ ;
আমি চিরকাল জীবনানন্দ দাসের মতো,
তোমার প্রেমকে সারা জীবন করবো স্মরণ।

ওগো মোর প্রিয় এই পৌষের হিমেল শীতে,
তুমি কোন অভিমানে আমায় ছেড়ে চলে গেলে,
আমি চাই তুমি তোমার হৃদয় আমায় ভরো,
তুমি ভালোবেসে অনন্তকাল আমার হাতটি ধরো ।

জানো না তোমার ছোঁয়ায় তোমার মায়ায়,
তোমার সঙ্গে থাকলে আমার হৃদয় উৎফুল্ল হয়,
তোমার ছোঁয়ায় ,তোমার মুগ্ধ হৃদয়ে শিহরণ
আমার মনে জাগিয়ে তুলে সারা জীবন করবো বরণ।
জান আমি তোমায় বার বার বলবো
শতো অভিমান ভুলে এই তোমাকে ভীষণ ভালোবাসি,
আমি সারা জীবন তোমার প্রিয়া হয়ে থাকবো ।