
নব অভ্যুদয়।
সেন্টু রঞ্জন চক্রবর্তী, আগরতলা, ভারত
যারা ভীরু কাপুরুষ পিছু পরে থাক
কোনোদিন হবেনা তাঁদের বোধোদয়,
পৃথিবীতে এসেছে সাহসীদের ডাক
নিশ্চিত হবে এবার নব অভ্যুদয়।
পতাকায় আলপনা আঁকা বিদ্রোহের
সিংহের মতো গর্জন শুনতে কি পাও?
এ লড়াই কঠিন লড়াই মানুষের
আকাশে বাতাসে কথাটি ছড়িয়ে দাও।
ভীরু কাপুরুষ যত পৃথিবীর বোঝা
ঘানি টানা বলদ হয়েই থাকে বেঁচে,
দেখতে মানুষ মেরুদন্ড নয় সোজা
অংকের হিসাবে সংখ্যাটা বৃথাই রচে।
পৃথিবীটা সাহসী মানুষের হউক
সাহসীরা পৃথিবীর আগামী আলোক।
(আগরতলা ১৯/০১/২৪)
মুক্তির লড়াই ডেস্ক : 


























