মো.কাওসার, রাঙ্গামাটি
রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মোস্তাফিজুর রহমান (২১) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে বরকল ৪৫ বিজিবি ক্যাম্পের হেলিপ্যাড সংলগ্ন পুকুরে ডুবে তার মৃত্যু হয়।মোস্তাফিজুর রহমানের বাড়ি কুষ্টিয়ার রামচন্দ্রপুর গ্রামে। তিনি বরকল ৪৫ বিজিবিতে কর্মরত ছিলেন।
জানা যায়, বিজিবির সিপাহী মোস্তাফিজুর রহমান দুপুরে ৪৫ বিজিবি ক্যাম্পের হেলিপ্যাড সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির পর তার সহকর্মীরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বরকল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোস্তাফিজুর রহমান ২০২১ সালের আগস্টে বিজিবিতে সিপাহী পদে যোগদান করেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে তিনি বরকল ৪৫ বিজিবিতে যোগ দেন।