মুক্তির লড়াই ডেস্ক
আপনার একটি ছোট্ট সহায়তা একটি জীবন বাঁচাতে পারে।
মরহুম জনি সরকার এর ছেলে মো: তানভীরের চোখ ফুলে উঠার পরবর্তী মুহূর্তে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তা টিউমার বলে জানান,অনেক পরিমাণে অর্থ খরচ করে ওষুধ খাওয়ানো হয় কিন্তু আস্তে আস্তে সেটা বেড়ে চলেছে পরবর্তীতে আবার ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানান টিউমার থেকে ক্যান্সারে পরিণত হয়েছে।
তানভীর পিতা মৃত যার কারণে পরিপূর্ণ চিকিৎসা তাকে দান করা হচ্ছে না বা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না, আপনাদের সকলের সামান্য সাহায্যের বিনিময়ে শিশুটি বাঁচতে পারে। আপনারা যে যার সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে শিশুটির জীবনটিকে বাঁচাতে এগিয়ে আসুন।
কোন সহৃদয়বান ব্যক্তি স্বেচ্ছায় যদি কোন কিছু দান করতে চান নিচের যোগাযোগ করে পাঠিয়ে দিন।
নগদ, পার্সোনাল 01781899105
যোগাযোগের ঠিকানা: মন্তেশ্বরী স্কুল,সাধুর মোড়,
বোয়ালিয়া, রাজশাহী।
রোগী বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এ ভর্তি আছে,
C Block
লিফটের ৫
ওয়ার্ড নাম্বার ৬০৩
বেড নাম্বার ২৫