ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াশাতে ঘেরা

কুয়াশাতে ঘেরা
আব্দুস সাত্তার সুমন

কাছের মানুষ দেখা যায় না
ঠান্ডা শীতের বেড়া
ধুয়া ধুয়া আচ্ছাহিত
কুয়াশাতে ঘেরা।

জ্বালাও আলো দেখি না যে
অন্ধকারে ভরা
ঘর-দুয়ার জানালা বন্ধ
জলদি আগুন ধরা।

কাঁপু নিতে হুহু করে
চেপে ধরে আমায়
বাহিরেতে যাব না রে
সবাই যেন ঘুমায়।

সূর্য উঠবে কবে আবার
ঠান্ডার প্রভাব কমবে
কুয়াশা যে দূরে রবে
কোলাহলে জমবে।

শীতের পাখি আনাগোনা
অপরূপা সুন্দর
বাংলার ঋতুর নানান রূপে
দৃশ্য প্রাণবন্তর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়াশাতে ঘেরা

আপডেট সময় ০৯:৩৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪

কুয়াশাতে ঘেরা
আব্দুস সাত্তার সুমন

কাছের মানুষ দেখা যায় না
ঠান্ডা শীতের বেড়া
ধুয়া ধুয়া আচ্ছাহিত
কুয়াশাতে ঘেরা।

জ্বালাও আলো দেখি না যে
অন্ধকারে ভরা
ঘর-দুয়ার জানালা বন্ধ
জলদি আগুন ধরা।

কাঁপু নিতে হুহু করে
চেপে ধরে আমায়
বাহিরেতে যাব না রে
সবাই যেন ঘুমায়।

সূর্য উঠবে কবে আবার
ঠান্ডার প্রভাব কমবে
কুয়াশা যে দূরে রবে
কোলাহলে জমবে।

শীতের পাখি আনাগোনা
অপরূপা সুন্দর
বাংলার ঋতুর নানান রূপে
দৃশ্য প্রাণবন্তর।