
এক জোনাকি জীবন
রিমি কবিতা, কক্সবাজার
তোমার দায়বদ্ধতার দায়ে কিংবা অজানা কোনো শূন্যতায় ভালবেসেছিলে আমায়,
আর অন্ধের মতো বান্ধা পড়েছিলাম আমি।
জোনাকি জীবন নিয়ে জীবন বান্ধা যায়না কখনো ই,
আমিও পারিনি।
সমুদ্র গহীন জীবন তোমার,
অতলে তলিয়ে যেতে হলো আমায়।
ভালবাসার যে চাদরে আমায় করেছিলে আবৃত,
সে-ই চাদরে ছিলো বহুমাত্রিক বিচরণ;
নিভৃতে সরে আসার ব্যঞ্জনা আত্মস্থ করা তা-ই,
তোমার আকাশ হৃদয়ে আমি এক ছন্ন ছাড়া মেঘ হয়েই আশ্বস্ত, এর বেশি চাওয়া দু:সাধ্য।
মায়া হয়ে নয় বরং ছায়া হয়ে থেকে যা-ই ,
এও তো বেশ কম নয় বরং ঢের এক জোনাকি জীবনে!