ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জ্ঞানীর কাজ

বিরোধী রাজনীতিবিদ নানা ভুল ত্রুটি ধরিয়ে সরকারের বিরুদ্ধে সমালোচনা ক’রবে সেটাই স্বাভাবিক। ডক্টর কলিমউল্লাহ স্যার সুশীল মানুষ, রাজনীতির বিজ্ঞ বিশ্লেষক। সাইফুর সাগরের ইলেক্ট্রনিক টিভি Face the people টকশোতে আমেরিকা কোন্ পন্থায় এই সরকারকে আক্রমন সানিয়ে ঘায়েল ক’রবে প্রায়ই বলেন, প্রকারন্তরে তিনি উৎসাহিত করেন। কতটা বলা বাক স্বাধীনতা ও দেশদ্রোহীতা জানা দরকার। এদেশ ও মার্কিন সম্পর্ক আগামীতে কি হ’তে যাচ্ছে, তিনি তার Genome Cquence করেন। শুনে মনে হয়, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নীতি নির্ধারণী উপদেষ্টা। যদিও তাঁর কথার মূল্যায়ন তারা করেনা তবুও গলা চুলকায়? এদেশে নিশেধাজ্ঞা দিলে শুধু কি সরকার ক্ষতিগ্রস্ত হবে?গোটা জাতীর বিষয়ে সবার চৈতন্যে দেশাত্মবোধ থাকা দরকার।

মতিউল মাওলা
মানবাধিকার কর্মী।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্ঞানীর কাজ

আপডেট সময় ০৭:১৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

বিরোধী রাজনীতিবিদ নানা ভুল ত্রুটি ধরিয়ে সরকারের বিরুদ্ধে সমালোচনা ক’রবে সেটাই স্বাভাবিক। ডক্টর কলিমউল্লাহ স্যার সুশীল মানুষ, রাজনীতির বিজ্ঞ বিশ্লেষক। সাইফুর সাগরের ইলেক্ট্রনিক টিভি Face the people টকশোতে আমেরিকা কোন্ পন্থায় এই সরকারকে আক্রমন সানিয়ে ঘায়েল ক’রবে প্রায়ই বলেন, প্রকারন্তরে তিনি উৎসাহিত করেন। কতটা বলা বাক স্বাধীনতা ও দেশদ্রোহীতা জানা দরকার। এদেশ ও মার্কিন সম্পর্ক আগামীতে কি হ’তে যাচ্ছে, তিনি তার Genome Cquence করেন। শুনে মনে হয়, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নীতি নির্ধারণী উপদেষ্টা। যদিও তাঁর কথার মূল্যায়ন তারা করেনা তবুও গলা চুলকায়? এদেশে নিশেধাজ্ঞা দিলে শুধু কি সরকার ক্ষতিগ্রস্ত হবে?গোটা জাতীর বিষয়ে সবার চৈতন্যে দেশাত্মবোধ থাকা দরকার।

মতিউল মাওলা
মানবাধিকার কর্মী।