ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রামের মোড়ল

গ্রামের মোড়ল
শাহজালাল সুজন

গ্রামের মোড়ল রহিম মিয়া
ভাবটা তাঁর যে বেশি,
উঁচু মাথায় চলে সদাই
দেখায় শক্তি পেশী।

পান মুখেতে বিচার শালিশ
স্বার্থ নিয়ে করে,
উভয় পক্ষে তাল মিলিয়ে
অর্থে ঝুলি ভরে,

টাকা ছাড়া কয় না কথা
মোড়ল রহিম বাবু,
পেট চলে তাঁর হাঁটার আগে
দিন শেষেতে কাবু।

ঘুষের টাকায় দ্বিতল বাড়ি
গড়ে তুলছে দেখি,
সাদা পোশাক গাঁয়ে দিয়ে
বিচার কাজে মেকি।

খারাপ বলে সকল লোকে
ঘুষখোর নামে ডাকে,
গাঁয়ের চামড়া দাঁত নড়বড়ে
চুল নিয়েছে টাকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রামের মোড়ল

আপডেট সময় ১২:০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪

গ্রামের মোড়ল
শাহজালাল সুজন

গ্রামের মোড়ল রহিম মিয়া
ভাবটা তাঁর যে বেশি,
উঁচু মাথায় চলে সদাই
দেখায় শক্তি পেশী।

পান মুখেতে বিচার শালিশ
স্বার্থ নিয়ে করে,
উভয় পক্ষে তাল মিলিয়ে
অর্থে ঝুলি ভরে,

টাকা ছাড়া কয় না কথা
মোড়ল রহিম বাবু,
পেট চলে তাঁর হাঁটার আগে
দিন শেষেতে কাবু।

ঘুষের টাকায় দ্বিতল বাড়ি
গড়ে তুলছে দেখি,
সাদা পোশাক গাঁয়ে দিয়ে
বিচার কাজে মেকি।

খারাপ বলে সকল লোকে
ঘুষখোর নামে ডাকে,
গাঁয়ের চামড়া দাঁত নড়বড়ে
চুল নিয়েছে টাকে।