ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বুড়িচংয়ে তিন জুয়ারীর ৭ দিনের জেল Logo প্রেমের টানে ভাগ্নের হাত ধরে মামী উধাও Logo বান্দরবানে পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ Logo ঢাকার শেরে বাংলা নগর থেকে ৩ ছিনতাইকারী আটক Logo বুড়িচংয়ে মাল বুঝাই অটোরিকশা খাদে পড়ে চালক নিহত Logo ইসলামী রাষ্ট্রে অন্য ধর্মের মানুষ নিরাপদে থাকবে- লাকসামে মিয়া গোলাম পরওয়ার Logo বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যু Logo দুর্ঘটনার ঝুঁকিতে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুঁদে শিক্ষার্থীরা Logo মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি হরিণের মাংস জব্দ Logo গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

সিএমজিতে নাউরুর পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকার

  • শুয়েই ফেই ফেই:
  • আপডেট সময় ১১:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

বেইজিংয়ে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের বিবৃতিতে স্বাক্ষর করার পর নাউরুর পররাষ্ট্রমন্ত্রী লিওনেল আইঙ্গিমিয়া চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে বলেন যে, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃসূচনা করা সঠিক সিদ্ধান্ত। আঙ্গেমিয়া বলেন যে, চীনের স্বাগত জানানোর মনোভাবে তিনি অনুভব করেছে যে- চীন একটি পুরানো বন্ধু।

তিনি বলেন, চীন ও নাউরু যৌথভাবে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দিয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করেছে। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত যা নাউরুকে আরও শক্তিশালী উন্নয়নের পথে নিয়ে যাবে। চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করা এবং এক-চীন নীতিকে স্বীকৃতি দেওয়া কোনো বাজে সিদ্ধান্ত নয়, তা সতর্কতার সাথে বিবেচনা করা হয়েছে। বর্তমান সরকারের আমলে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়টি বাস্তবায়িত হয়েছে।

তিনি আরও বলেন, নাউরু চীনের পাশাপাশি এগিয়ে যাবে এবং এক-চীন নীতি মেনে চলবে। তিনি মনে করেন, চীন অনেক পুরানো বন্ধুর মতো, যারা শত শত বছর ধরে একসাথে রয়েছে। বর্তমানে ১৮৩টি দেশ এক-চীন নীতিকে স্বীকৃতি দিয়েছে। এটিই বিশ্বের একটি অপ্রতিরোধ্য প্রবণতা।

কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করা মানেই ইতিহাসের সঠিক পাশে দাঁড়ানো।

তিনি আরো বলেন, কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের ঘোষণার পর, সিএমজি দ্রুত নাউরু-এর অ্যারন জেলায় একটি বিদেশি শাখা প্রতিষ্ঠা করেছে। সিএমজি নাউরুর তথ্য মন্ত্রণালয়ের সাথে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। মিডিয়ার ভূমিকা আছে। চীনা মিডিয়ায় বলা হয়েছে যে, নাউরু প্রশান্ত মহাসাগরের মুক্তা। কেউ নাউরুকে এভাবে বর্ণনা করেনি। তিনি এর প্রশংসা করেন। বড় বা ছোট হোক না কেন, ভালো বা মন্দ হোক না কেন, এটাই নাউরুবাসীর বাড়ি। এটাই মিডিয়ার কাজ।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে তিন জুয়ারীর ৭ দিনের জেল

SBN

SBN

সিএমজিতে নাউরুর পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকার

আপডেট সময় ১১:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪

বেইজিংয়ে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের বিবৃতিতে স্বাক্ষর করার পর নাউরুর পররাষ্ট্রমন্ত্রী লিওনেল আইঙ্গিমিয়া চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে বলেন যে, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃসূচনা করা সঠিক সিদ্ধান্ত। আঙ্গেমিয়া বলেন যে, চীনের স্বাগত জানানোর মনোভাবে তিনি অনুভব করেছে যে- চীন একটি পুরানো বন্ধু।

তিনি বলেন, চীন ও নাউরু যৌথভাবে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দিয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করেছে। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত যা নাউরুকে আরও শক্তিশালী উন্নয়নের পথে নিয়ে যাবে। চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করা এবং এক-চীন নীতিকে স্বীকৃতি দেওয়া কোনো বাজে সিদ্ধান্ত নয়, তা সতর্কতার সাথে বিবেচনা করা হয়েছে। বর্তমান সরকারের আমলে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়টি বাস্তবায়িত হয়েছে।

তিনি আরও বলেন, নাউরু চীনের পাশাপাশি এগিয়ে যাবে এবং এক-চীন নীতি মেনে চলবে। তিনি মনে করেন, চীন অনেক পুরানো বন্ধুর মতো, যারা শত শত বছর ধরে একসাথে রয়েছে। বর্তমানে ১৮৩টি দেশ এক-চীন নীতিকে স্বীকৃতি দিয়েছে। এটিই বিশ্বের একটি অপ্রতিরোধ্য প্রবণতা।

কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করা মানেই ইতিহাসের সঠিক পাশে দাঁড়ানো।

তিনি আরো বলেন, কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের ঘোষণার পর, সিএমজি দ্রুত নাউরু-এর অ্যারন জেলায় একটি বিদেশি শাখা প্রতিষ্ঠা করেছে। সিএমজি নাউরুর তথ্য মন্ত্রণালয়ের সাথে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। মিডিয়ার ভূমিকা আছে। চীনা মিডিয়ায় বলা হয়েছে যে, নাউরু প্রশান্ত মহাসাগরের মুক্তা। কেউ নাউরুকে এভাবে বর্ণনা করেনি। তিনি এর প্রশংসা করেন। বড় বা ছোট হোক না কেন, ভালো বা মন্দ হোক না কেন, এটাই নাউরুবাসীর বাড়ি। এটাই মিডিয়ার কাজ।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।