ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাগো ওদের দাও না বলে

মাগো ওদের দাও না বলে
রাশেদ সরদার

মাগো ওদের বলে দেনা ছোট্ট নয় আর আমি,
মাগো তুমি আমার কাছে সোনার চেয়ে দামি।

আমায় নিয়ে কত কিছু ওরা সবাই বলে,
সকল কিছু মেনে নিতাম আমি ছোট হলে।

এখন তো আর আগের মতো ধূলাতে না খেলি,
আগের মতো কথায় কথায় কেঁদে কি আর ফেলি

হইছে মাগো কত বড় এখন তোমার খোকা,
তবু কেন? ওরা সবে বলে আমার বোকা।

এখন কি আর আগের মতো পাগলামি টা করি,
তোমার কাছে মাগো আমি বায়না কি আর ধরি।

এখন আমি পাঠশালায় যাই কত বন্ধুর সাথে,
কত মজা করি মোরা যখন থাকি পথে।

মাগো ওদের বারণ করো আর কিছু না বলতে,
আমার মনে ইচ্ছে জাগে ওদের সঙ্গে খেলতে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাগো ওদের দাও না বলে

আপডেট সময় ০৮:৩২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪

মাগো ওদের দাও না বলে
রাশেদ সরদার

মাগো ওদের বলে দেনা ছোট্ট নয় আর আমি,
মাগো তুমি আমার কাছে সোনার চেয়ে দামি।

আমায় নিয়ে কত কিছু ওরা সবাই বলে,
সকল কিছু মেনে নিতাম আমি ছোট হলে।

এখন তো আর আগের মতো ধূলাতে না খেলি,
আগের মতো কথায় কথায় কেঁদে কি আর ফেলি

হইছে মাগো কত বড় এখন তোমার খোকা,
তবু কেন? ওরা সবে বলে আমার বোকা।

এখন কি আর আগের মতো পাগলামি টা করি,
তোমার কাছে মাগো আমি বায়না কি আর ধরি।

এখন আমি পাঠশালায় যাই কত বন্ধুর সাথে,
কত মজা করি মোরা যখন থাকি পথে।

মাগো ওদের বারণ করো আর কিছু না বলতে,
আমার মনে ইচ্ছে জাগে ওদের সঙ্গে খেলতে।