ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নিজের জন্য বাঁচো

নিজের জন্য বাঁচো
আব্দুস সাত্তার সুমন

নিজের জন্য বাঁচতে হবে
এ কথাটা বুঝতে হবে
নিয়ামতের দিলেন তবে
মিলেমিশে বাঁচবো ভবে।

অন্যের জন্য বাঁচবো নাকি
জীবন আমার মূল্য টাকি!
সুন্দর ধরায় বেঁচে থাকি
অনেক কিছু হতে বাকি।

ভালোবাসায় থাকবো আমি
আনন্দময় সকল গামী
মানব কুলের জীবন জমি
জীবন আমার অতীত দামি।

সুস্থ চিন্তা ধৈর্য মগজ
ধর্মের জ্ঞানে মিলবে আমেজ
দূরে রেখো দুষ্ট সমাজ
নিজের জীবন মাথার তাজ।

পরপারে ঈমানের পথে
প্রভু তুমি থাকবে সাথে
সকাল দুপুর, সন্ধ্যা রাতে
বাঁচবো আমি ন্যায়ের পথে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের জন্য বাঁচো

আপডেট সময় ০৮:৪৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪

নিজের জন্য বাঁচো
আব্দুস সাত্তার সুমন

নিজের জন্য বাঁচতে হবে
এ কথাটা বুঝতে হবে
নিয়ামতের দিলেন তবে
মিলেমিশে বাঁচবো ভবে।

অন্যের জন্য বাঁচবো নাকি
জীবন আমার মূল্য টাকি!
সুন্দর ধরায় বেঁচে থাকি
অনেক কিছু হতে বাকি।

ভালোবাসায় থাকবো আমি
আনন্দময় সকল গামী
মানব কুলের জীবন জমি
জীবন আমার অতীত দামি।

সুস্থ চিন্তা ধৈর্য মগজ
ধর্মের জ্ঞানে মিলবে আমেজ
দূরে রেখো দুষ্ট সমাজ
নিজের জীবন মাথার তাজ।

পরপারে ঈমানের পথে
প্রভু তুমি থাকবে সাথে
সকাল দুপুর, সন্ধ্যা রাতে
বাঁচবো আমি ন্যায়ের পথে।