
বইয়ের স্বপ্ন বুনি
আব্দুস সাত্তার সময়
সবার অনেক স্বপ্ন থাকে
আমারও তো আছে,
রেখে যাবো কিছু স্মৃতি
পান্ডুলিপির কাছে।
টাকা কুড়ি ধ্বংস হবে
ক্ষণস্থায়ী যাহা,
লিখেন যারা হাজার স্বপ্ন
বইয়ে উঠে তাহা।
বইমেলাতে হরেক রকম
পুস্তক সারি সারি,
শত শত বছর রবে
কথাগুলো তারি।
ভার্চুয়ালের জগৎ এখন
পাঠক গেছে হারি,
কবি-লেখক, না লিখিলে!
সবই যাবে মরি।
একুশেরই প্রাণের মেলা
মধুর শব্দ শুনি,
লেখক-পাঠক মিলন মেলায়
নতুন স্বপ্ন বুনি।